
সাজেদুরঃ বাংলাদেশ নিউজিল্যান্ড এর তিন ম্যাচ টেষ্ট সিরিজের প্রথম ম্যাচেই সেঞ্চুরি করেন, বাংলোদেশের সেরা ওপেনার তামিম ইকবাল। দলীয় সংগ্রহ যখন ৫ উইকেটে ১৮০ , ঠিক সেই মূহুর্তে ডি গ্র্যান্ডহোম এর বলে উইলিয়ামসন তামিমের ক্যাচ তালু বন্দি করেন। তামিম ইকবাল ১২৮ বলে ১২৬ রান করেন, মোট ২১টি চার ও ১টি ছয় মারেন।
দিনের শুরুটা বেশ ভলই করেছিলেন, ওপেনার তামিম ইকবাল ও সাদমাম ইসলাম। সাদমাম ইসলাম ব্যক্তিগত ২৫ রান করে আউট হন, তখন দলীয় সংগ্রহ ১০.০২ বলে ৫৭। এর পর মমিনুল হক ১২, মোহাম্মদ মিঠুন ৮ ও সৌম্য সরকার ১ রান করে আউট হন। এই মূহুর্তে বাটিং করছে মাহমুদুল্লা রিয়াদ ও লিটন দাস।