

নাম শুভ বয়স ৪ বছর সদ্য হাসোজ্জল এই ছোলেটির প্রাণ নিলো আঘত অটোরিকশা চালক। দুপুরে রূপগঞ্জের চনপাড়ায় বেপরোয়া ভাবে অটোরিকশা চালাচ্ছিলো চালক সানাউল্লাহ বয়স (৩০) প্রথমে একটি চালক মুড়ি ওয়ালার গাড়ির সাথে সংঘর্ষ হয় একটু পরেই শিশু শুভর ওপর অটোরিকশা টি উঠিয়ে দেয় পরে শিশুটি মৃত্যুরকোলে ডোলেপরে। প্রত্যক্ষদশীরা জানায় চালক সানাউল্লাহর বাড়ি চনপাড়ার ৭ নং ওয়ার্ডে। সাধারণ মানুষ বলছে অটোরিকশা বেপরোয়া চলাচল বন্ধ করা দরকার।