রাজধানীর ডেমরার দীপু হোসেন শাওন(১৯) নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করে ডেমরা থানা পুলিশ।দীপু নারায়নগঞ্জের তোলারাম সরকারি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিয়েছে।
মঙ্গলবার সকালে বামৈল পশ্চিমপাড়া টিনের মসজিদ সংলগ্ন আসমার সাত তলা বাড়ী থেকে মৃতের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
দীপু ওই বাড়ীর ভাড়াটিয়া এবং চাদঁপুরের মতলব থানার উজমদ্দি গ্রামের প্রবাসী মোঃনাসির উদ্দিনের একমাত্র সন্তান।এ বিষয়ে মৃতের মা রুবিনা খাতুন ডেমরা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।
এদিকে মৃতের পরিবারের বরাত দিয়ে ডেমরা থানার এসআই সেলিম রেজা বলেন,চাকরী করার জন্য দীপুকে তার মা বকাঝকা করেন।রাগে অভিমানে গত রাতে সে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ে এবং কোনো সাড়া শ্বদ না পেয়ে ঘুমিয়ে আছে বলে ধারনা করে পরিবাররে সদস্যরা । এদিকে সকালে সাড়াশব্দ না পেয়ে দরজা ধাক্কা দিয়ে দেখে দীপু সিলিং ফ্যানের ওড়না প্যাচিয়ে সাথে ঝুলে আছে।পরে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে পুৃলিশকে খবর দেয়।